অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত ৩-৪ দিনের ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩টি ইউনিয়নের চরাঞ্চলসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ,চর গতিয়াশাম, বুরির হাটের চর, বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা মন্দির, চতুরা, শিয়াল খাওয়ার চর, গাবুরহেলান, তৈয়ব খাঁন এবং নাজিমখাঁন ইউনিয়নের চর রতিদেব, সোমনারায়ন সহ এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে রোপা আমন, আগাম সবজি, আলু সহ নানান ফসলের ক্ষেত। পানিতে ডুবে গেছে রাস্তা ঘাট,বাজার সহ শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম সহ পদস্থ সরকারি কর্মকর্তাগন।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।