স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিকে আজ শনিবার বিকেল ৫টায় ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে গত অলিম্পিকের স্বর্ণ জয়ী ব্রাজিল ও স্পেন। টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার সুযোগ এসেছে সেলেসাওদের। অন্যদিকে, স্পেনের সামনে জেগে উঠেছে ১৯৯২ সালে বার্সা অলিম্পিকের পর আবারও স্বর্ণ জেতার আশা।
সেমিফাইনালে স্বাগতিক জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় বারের মত অলিম্পিকের ফাইনালে উঠে স্পেন। এর আগে ১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল তারা। ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে রুপা জেতে স্প্যানিশরা।
আর মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। গত অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিল সেলেসাওরা। তাই এবার শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে দানি আলভেসরা। তবে দলের ফরোয়ার্ডরা গোল না পাওয়ায় কিছুটা হলেও ভাবনায় আছে ব্রাজিল দল।
উল্লেখ্য, চলতি অলিম্পিক ফাইনালে ওঠার পথে চারটি ম্যাচ জিতেছে ব্রাজিল। ড্র একটি ম্যাচ। অন্যদিকে, স্পেন তিনটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ ড্র করেছে। ফলে ফর্মের বিচারে কিছুটা হলেও এগিয়ে ব্রাজিল।