ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। কাতারে আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ-এর সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডের।লারিজানি আরও বলেন, আমেরিকা মুসলিম দেশগুলোর মধ্যে সমস্যা তৈরি করতে একবার আইএস সৃষ্টি করেছে। এখন কোনও কোনও দেশের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে। আমেরিকা হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাসী। একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ইরান অতীতের মতো এবারও মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে। লারিজানি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের নীতিতে বিশ্বাসী। ইসলামি বিপ্লবের পর থেকে এই নীতি অনুসরণ করে আসছে বলে তিনি জানান।পরমাণু ইস্যুতে বলেন, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান অন্য কোনেও দেশের ওপর নির্ভর করে না। ইরান এ ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না।