চার বছর পরে অরিজিৎ সিংয়ের গান লাইভ শুনবে কলকাতা। ফেব্রুয়ারির এই অনুষ্ঠান নিয়ে হইচই শুরু হয়ে গেছে। সর্বোচ্চ মূল্যের টিকিট পঁচাত্তর হাজার টাকার তাও মিলছে না। কলকাতায় সর্বোচ্চ মূল্যের টিকিট ৭৫ হাজার টাকা হলেও পুনের একটি কনসার্টে অরিজিৎ এর শো এর টিকিট মূল্য ১৬ লাখ টাকা। ভাবা যায়? এই সংগীতশিল্পী বেশি স্টেজ শো করেন না। কিন্তু, যখন করেন তখন মার মার কাট কাট ব্যাপার হয়ে যায়। কলকাতায় লোকের মুখে এখন একটাই কথা- অরিজিৎ এর শো এর টিকিট পেলেন নাকি? কিন্তু, এত টাকা দিয়ে অরিজিৎ কি করেন? মুম্বাইতে নিজের ফ্ল্যাটে প্রায় সাধকের জীবন যাপন করেন অরিজিৎ। মুম্বাই এর ফিল্মি সার্কেলে তাঁকে কখনোই দেখা যায় না। বলিউডের অ্যাওয়ার্ড শো তেও তিনি কখনও সখনও যান। ছেলেকে তাঁর হোম টাউন জিয়াগঞ্জের স্কুলে ভর্তি করেছেন।
মুর্শিদাবাদের জায়গা থেকেই অরিজিতের উঠে আসা। কিন্তু, এত টাকা নিয়ে অরিজিৎ কি করেন? প্রচারবিমুখ অরিজিৎ তাঁর গান গাওয়ার টাকা দান করে দেন কল্যাণকর কাজে। অনগ্রসর মেয়েদের নিয়ে বিভিন্ন প্রকল্পে অর্থ দান করেন অরিজিৎ। দুস্থ প্রতিবন্ধীদের জন্যেও তাঁর দান আছে। সম্প্রতি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার যাবতীয় দায়ভার অরিজিৎ নিয়েছিলেন। অথচ ঐন্দ্রিলাকে তিনি সেভাবে চিনতেন না। আসলে অরিজিৎ এই রকমই। নীরবে নিভৃতে কাজ করে যান। তাই তাঁর কনসার্টের টিকিটের দাম বেশি হয়। দুস্থদের পাশে থাকার ঐকান্তিক প্রয়াস করে যাচ্ছেন বলিউডের মেগাস্টার গায়ক অরিজিৎ সিং।