জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়াং চাই ইয়ালক। অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অগনিত ভক্তদের হৃদয়ে স্থান পাওয়া এই দক্ষিণ কোরিয়ান অভিনেত্রীর নিজ অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬। খবর-নিউইয়র্ক পোস্ট।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) অভিনেত্রী ইয়াং চাই ইয়ালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজমেন্ট কোম্পানি। তবে এখনও ‘জম্বি ডিটেকটিভ’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। বর্তমানে পুলিশি তদন্ত চলছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী, ইয়াং চাই ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় অভিনয়ের প্রতি ছিল তার ভালোবাসা। তার আত্মার শান্তিকামনা করছি। ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন।’
প্রসঙ্গত, ২০১৬ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে তারকা খ্যাতি পেয়ে যান রাতারাতি। পরবর্তী কে-ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেই ইয়াং চাই ইয়ালক।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি