ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: আজ ২০ ফেব্রুয়ারী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে অভিনব কৌশলে স্বর্ণ পাচার করার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সুনিল বিশ্বাস (৫০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে।
বিজিবি ও পুলিশ জানায়, বুধবার (২০ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা বরকত ট্রাভেলসের যাত্রী সুনিলকে আটক করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওসির নের্তৃত্বে পুলিশ সদস্যরা। সন্ধায় ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) এ.কে.এম খায়রুল বাশার, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন আটককৃত ব্যক্তির মলদার থেকে বিশেষ প্রক্রিয়ায় টেপ দিয়ে বাঁধা ২৮ ভরি স্বর্ণ উদ্ধার করেন। আটককৃত ব্যক্তি ঢাকার নবাবগঞ্জ এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুনিল বিশ্বাসের বিরুদ্ধে স্বর্ণ পাচার সংক্রান্ত যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।