জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে ধান মজুদের অপরাধে প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান মজুমদার এগ্রো লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৩ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। যা সরাসরি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।
অভিযানে সহযোগিতা করেন বগুড়া বাজার পরিদর্শক, শেরপুর উপজেলা খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ, শেরপুর থানা পুলিশ ও এপিবিএন বগুড়ার সদস্যরা।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, ১৯৫৬ সালের আইন অনুযায়ী নির্ধারিত পরিমানের অতিরিক্ত ধান নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুদ করার অপরাধে মজুমদার এগ্রো লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।