আয়ারল্যান্ডের মুখ থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে ২-০ তে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারে ৪ রানের রোমাঞ্চকর জয়ে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, সে ম্যাচে ৪ রানের জিতে শেষ হাসি হেসেছে তামিম ইকবালের দল। ম্যাচটা প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। তবে ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারে ৪ রানের রোমাঞ্চকর জয়ে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে তারা।
গতকালের ম্যাচে আইরিশদের সামনে ম্যাচ জেতার জন্য লক্ষ্য ছিল ২৭৫ রান। ৪১ ওভার শেষে ৩ উইকেটেই ২২৩ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। ৫৪ বলে দরকার ৫২, তাদের তখনও হাতে ছিল ৭টি উইকেট। বাংলাদেশের সামনে তখন ছিল নিশ্চিত হার। এমন সময়ে বাজি ধরেন তামিম ইকবাল। টাইগার অধিনায়ক আক্রমণে আনেন স্পিনার নাজমুল হোসেন শান্তকে। শান্ত নিজের প্রথম ওভারেই সফল হন, উইকেট এনে দিয়ে আশার আলো দেখান। ৪৮ বলে ৪৫ রান করা সেট ব্যাটার হ্যারি টেক্টরকে আউট করেন তিনি। এরপরই পাল্টে যায় ম্যাচের চরিত্র।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে ম্যাচ জেতানোয় বড় ভূমিকা পালন করেছিলেন মুস্তাফিজুর রহমান। ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর ফলে তিনি পেয়েছেন এদিনের ম্যাচসেরার পুরষ্কার। মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। তাদের একটা সময়ে ১২ বলে দরকার ছিল ২৪ রান। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী ১৪ রান দিলে উত্তেজনা বাড়ে। শেষ ওভারে ১০ রান করলেই জিতে যেত আয়ারল্যান্ড। সেই সময়ে হাসান মাহমুদ প্রথম বলে বোল্ড করেন মার্ক অ্যাডায়ারকে। তৃতীয় বলে মৃত্যুঞ্জয়কে ক্যাচ দিয়ে বসেন অ্যান্ডি ম্যাকব্রাইন। শেষ তিন বলে ৪ রানের বেশি নিতে পারেনি আয়ারল্যান্ড। ৯ উইকেটে ২৭০ রানে থেমে যায় এদিনের আয়ারল্যান্ডের ইনিংস।
মূলত সম্মিলিত প্রচেষ্টায় এই ফল পেয়েছে টাইগার দল। ব্যাট হাতে ৮২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন তামিম। তবে মুশফিকুর রহিম ৫৪ বলে ৪৫, শান্তর ৩২ বলে ৩৫, লিটন দাসের ৩৯ বলে ৩৫, মিরাজের ৩৯ বলে ৩৭ রানের অবদান রয়েছে। বোলিংয়ে মুস্তাফিজুর ৪ উইকেট নিলেও হাসান, ইবাদত, মিরাজরা বড় ভূমিকা পালন করেছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি