“চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় চাই” এই দাবিতে কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ন্যায় সারা বাংলাদেশের চরাঞ্চল গুলোতে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এ সংলাপের আয়োজন করেছেন চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা নতুন শহর এলাকায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশরাফুল হক রুবেল, অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, অধ্যাপক মোখলেছুর, চর উন্নয়ন কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, সাংবাদিক সাইয়েদ বাবু, জেলার নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আশরাফ আলী, রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ঈমান আলী, সাংবাদিক জাহানুর রহমান খোকন, সাংবাদিক সুজন মোহন্ত, শিক্ষক দেওয়ান এনামুল, সহকারী অধ্যাপক ফজলুল হক, ডাঃ রকিবুল হাসান বাঁধন, দৈনিক জাগো বাহে’র সম্পাদক রেজাউল করিম রেজা, সহকারী অধ্যাপক আবু হানিফা অবঃ প্রভাষক গোলাম ফারুক প্রমূখ।
সংলাপে চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য, দারিদ্র্য মুক্ত অঞ্চল গড়তে অবিলম্বে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয়ের দাবী জানান বক্তারা।
বাংলাদেশের সব চেয়ে দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চর উন্নয়ন কমিটির বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন জেলা কমিটি।দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে বলে জানান বক্তারা।
আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৭ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি