তিন নম্বরে নেমে সাহসী ব্যাটিং, বৃদ্ধিদীপ্ত অধিনায়কত্ব, সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে ওঠা ছাপিয়ে আলোচনায় মাশরাফী ম্যাজিক। অবসর নিয়ে আগের অবস্থানেই আছেন নড়াইল এক্সপ্রেস। তবে যেকোন সময় যে বিদায় বলতে পারেন সে ইঙ্গিতও দিয়েছেন। অবসর প্রশ্নে বিরক্ত মাশরাফীর স্ত্রী সুমনা হক।
পা দুটো আগের মত চলে না। তবু কলার উচিঁয়ে এগিয়ে যান। বুড়ো হাড়ের ভেলকি দেখান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ব্যাট-বল ছাপিয়ে অধিনায়ক মাশরাফী এখনও মাস্টারমাইন্ড। লোকে বলে মাশরাফী ম্যাজিক। সাংবাদিকের প্রশ্নে উঠে আসে, সাকিবের সঙ্গে নেতৃত্বের তুলনা। বরাবরের মতই বিনয়ী বাংলাদেশের সফলতম অধিনায়ক।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বলেন, আমার কাছে আসলে কোনও ম্যাজিক নেই। তবে আপনি যেটা বললেন সাকিব, সাকিব ইজ জিনিয়াস। সে অতুলনীয় একজন খেলোয়াড়। ওর তুলনা হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে টপ অলরাউন্ডার, বাংলাদেশের ইতিহাসে টপ খেলোয়াড়। ওর সঙ্গে কারো তুলনা না।
দলের প্রয়োজনে তিন নম্বরেও ব্যাট করার সাহস দেখান নড়াইল এক্সপ্রেস। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন একটা ম্যাচের জন্য বিদেশি ক্রিকেটারের পেছনে খরচ করছে ৩০-৫০ হাজার ডলার। মাশরাফীর তখন খরচ কমানোর চিন্তা।
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেন, ৪০ হাজার ডলার, ৫০ হাজার ডলার প্রতি ম্যাচের জন্য খেলোয়াড় এনে ম্যাচে জেতা অনেক কঠিন। এমন দিনেও ঘুরেফিরে আসে অবসর প্রসঙ্গ। কিন্তু মাশরাফী এ ইসুতে রহস্যমানব। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, কাউকে বলে বা প্রেস কনফারেন্স করে আমার ক্রিকেট থেকে সরতে হবে এরকম ইচ্ছা আমার নেই। যদি টুর্নামেন্টের ভেতরেও মনে হয় খেলব না, তাহলে খেলব না। তবে বারবার অবসর প্রশ্নে বিরক্ত মাশরাফীর স্ত্রী সুমনা হক। গেলও ১৬ বসন্তের মত এবারও দাঁড়ালেন প্রিয় মানুষটার পাশে।
ওর এই টাইমটাই আমরা যে মাশরাফী আর কতদিন খেলবে বা এটাই শেষ কিনা। আমার মনে হয় এ বিষয়টা খুব অপ্রাসাঙ্গিক, এই সময়টাতে। এটা একান্তই তার সিদ্ধান্ত। এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। আমার মনে হয় না এটা নিয়ে কথা বলার যৌক্তিক সময়। সুমনা হক
বিপিএলে পঞ্চমবার দলকে ফাইনালে তুললেন মাশরাফী। আগের চারবারের মত এবারও কি তার হাতেই উঠবে ট্রফি?