স্পোর্টস ডেস্ক/S.H:
২৩ জুন সাউথ্যাম্পটনে টেস্ট বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে ৮ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হারে শক্তিশালী ভারত৷ নিউজিল্যান্ডের দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর মাত্র ১৭০ রান। জবাবে প্রথম দুই উইকেট পড়ে গেলেও ভুল করেনি অধিনায়ক উইলিয়ামসন। আট উইকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় কেন উইলিয়ামসনের দলের।
ভাগ্য যেনো বরাবরই খারাপ কেন উইলিয়ামসনের। পরপর দুই বিশ্বকাপে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি নিউজিল্যান্ড দল। তবে ভাগ্য এবার মুখ তুলে তাকিয়েছে নিউজিল্যান্ডের দিকে। ভারতের মত শক্তিশালী দেশকে আট উইকেটে হারিয়ে জয়ের সোনালী রোদ দেখলো কেন বাহিনী। ২০ বছর ধরে কোন বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারিনি উইলিয়ামসনরা। অধিনায়ক হিসেবে দারুণ নাম কামিয়েছেন উইলিয়ামসন। কিন্তু বিশ্বকাপ শিরোপা জয়ের হতাশা যেনো কাটছিল না উইলিয়ামসনদের। তব হতাশার পরেই নাকি সাফাল্য আসে। আর সেই রঙিন সাফল্যের মুখ দেখলেন উইলিয়ামসন বাহিনী। ক্রিকেটের সবচেয়ে মর্যাদা সংস্করণের ট্রফি এখন নিউজিল্যান্ডের ঘরে। ম্যাচে শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২১৭ রান ও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রান করেন ভারত ৷ রান তাড়া করতে মাঠে নেমে প্রথমে দুই উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। এরপর দলের হাল ধরেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। এই জুটির ইনিংসে নিউজিল্যান্ড পৌঁছে যায় বহুপ্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপা জয়ের দিকে। ম্যাচের শেষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন বলেন, “এইটি দারুণ অনুভূতি।” কেন আরও বলেন, “এই প্রথম আমরা বিশ্ব খেতাব নিয়ে ফিরে এসেছি। এইটি বিশেষ অনুভূতি যা আমরা আগে কোন দিন পায়নি।”