প্রাণঘাতী করোনা মহামারীকে তুচ্ছ জ্ঞান করে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই প্রথম দেখা গেল মাস্ক পরতে। করোনা মহামারির শুরু থেকেই বিষয়টি হালকাভাবে নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ এই ভাইরাস নিয়ে নানা বিভ্রান্তিও ছড়িয়েছেন তিনি৷ তবে, দেরিতে হলেও সম্ভবত ভাইরাসটির ভয়াবহতা বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মাসের পর মাস মাস্ক পরতে অস্বীকার করার পর অবশেষে মুখে মাস্ক লাগিয়ে সর্বসমক্ষে এলেন তিনি। এসময় তার সঙ্গে থাকা সেনা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের মুখেও মাস্ক ছিল ৷ আহত সেনা জওয়ানদের দেখতে ওয়াল্টার রিডে গিয়েছিলেন তিনি।
ট্রাম্পের কথায় হাসপাতালে রুগ্ন লোকজনের ভিড়ে মাস্ক পরাটা বিরাট কাজ। তাঁর কথায়, তিনি কখনই মাস্কের বিরোধী নন। তবে তার স্থানকালপাত্র রয়েছে। এর আগে নির্বাচীন জনসভা থেকে শুরু করে অন্য কোনও জমায়েতে তাঁকে কখনই মাস্ক পরতে দেখা যায়নি।
মার্কিন গণমাধ্যমে গত কয়েকদিন ধরেই খবর প্রকাশিত হচ্ছিল যে ট্রাম্পের ঘনিষ্ঠজনরা তাকে প্রকাশ্যে মাস্ক পরতে এবং সংবাদকর্মীদের সেই মাস্ক পরা অবস্থার ছবি তুলতে সুযোগ দিতে অনুরোধ করেছেন৷ দেশটির কিছু রাজ্যে বর্তমানে করোনা সংক্রমণের হার বাড়ছে৷ আর নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তুলনায় জনসমর্থন নাকি কমছে ট্রাম্পের৷ মাস্ক পরা ট্রাম্পের ছবি তার জনপ্রিয়তা বাড়াতে পারে বলে মনে করছেন ট্রাম্প সমর্থকরা৷
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে টানা প্রতিদিন ষাট হাজারের বেশি নতুন করোনা সংক্রমণ ধরা পড়ছে৷ দেশটিতে রোববার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার জন ৷ সুত্রঃ এপি, এএফপি।