আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে প্রায় এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ।
মার্কিন আমেরিকা ও কানাডার এক-চতুর্থাংশ পণ্য পরিবহন হয় অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে। কিন্তু কানাডায় করোনা মহামারি ঘিরে টিকাগ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের অবস্থানের ফলে প্রায় এক সপ্তাহ ধরে এ পথে পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে ব্যাপক মাত্রায় বিঘ্নিত হচ্ছে দুই দেশের বাণিজ্য।
এদিকে, এরইমধ্যে বাফেলো সংলগ্ন আমেরিকা-কানাডা সীমান্তের আরেক গুরুত্বপূর্ণ ক্রসিং- ‘পিস ব্রিজ’-এ জড়ো হতে শুরু করেছে বিক্ষোভকারীরা। আমেরিকার ভেতর থেকেও কিছু মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। সেখানকার পরিস্থিতি এখনও অচলাবস্থার দিকে যায় নি তবে বিক্ষোভকারীদের মোকাবেলায় বাফেলো প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র বায়রন ব্রাউন।