তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার আব্দুল কালাম (২৬) নামের ক্ষুদ্র নৃগোষ্টী খাসিয়া উপজাতী মেয়ে (১৬)কে (১০ ডিসেম্বর) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় অপহরণ মামলা দায়ের করে। শুরু হয় কুলাউড়া থানা পুলিশের অভিযান। অভিযানে ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায় সুক্ষ ভাবে।
কুলাউড়ায থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে (১২ জানুয়ারি) বুধবার এসআই মোঃ এনামুল হক, এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই মোঃ আবু আহমেদ সুজন এর একটি দল সহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
ঢাকার হাতিরঝিল থানাধীন আম বাগান বস্তি হইতে অপহরণকারী আব্দুল কালাম (২৬)কে আটক করে। তাহার স্বীকারোক্তি মুলক অপহৃত কিশোরী’কে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত কালাম হোসনাবাদ গ্ৰামের আলাল মিয়ার ছেলে বলে জানায় পুলিশ। কুলাউড়া থানা পুলিশ আসামি গ্রেপ্তার গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে অপহৃত ভিকটিম কিশোরী সহ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সাথে যোগাযোগ করা হলে বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্বার করা হয়েছে এবং অপহরণকারী যুবককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে আজ (১৩ জানুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে।
উক্ত অপহরণ মামলার ভিকটিম কিশোরী উদ্ধার ও আসামী গ্রেফতার করায় কিশোরীর পরিবারের লোকজন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এমন কৃতকার্যের জন্য পরিবার অত্যন্ত খুশি।