অপরাধ দমনে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেছেন অপরাধীদের স্থান লোহাগাড়ায় হবে না। তাদেরকে হয় লোহাগাড়া ছাড়তে হবে না হয় ভালো হয়ে যেতে হবে।
একই সাথে তিনি পুলিশের দূর্বলতার কথা জানিয়ে বলেছেন অপরাদ নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া থানার নবাগত এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
৩০ সেপ্টেম্বর লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে চুনতি ইউপি কার্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথাগুলো বলেন তিনি।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদিন জনু কোম্পানীর সভাপতিত্বে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিনসহ সভায় চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৫ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি