অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, সবাই আন্তরিক ও যোগ্য মানুষ। এই সরকারের কার্যক্রমকে আমরা আরো দৃশ্যমান দেখতে চাই। আমরা দেখতে চাই, প্রধান উপদেষ্টা তিনি অতিদ্রুত জনগণের সামনে কী করতে চান সেটি উপস্থাপন করবেন, একটা রোডম্যাপ দিবেন।
আজ শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকার প্রধান হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ, প্রফেসর ড. ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে যৌক্তিক সময়ের মধ্যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।
ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি