দেশের সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গন-অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে। আমি এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।
আজ বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ মুহূর্তে আরেকটা বিপর্যয় অ্যাফোর্ট করতে পারি না। কারণ আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা বলতে আমাদের দ্বিধা নেই, আমাদের সকলকে এ সময়ে সতর্ক থাকা উচিত। তা না হলে এরপর জাতি হিসেবে অনেক বড় বিপদ ফেস করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চিন্তা আগামী নির্বাচন নিয়ে। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি। তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্য একটি সংস্কার কমিটি করেছে। তারা আমাদের চিঠি দিয়েছে আমাদের মতামত জানার জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। শিগগিরই আমাদের মতামত দেব।
মির্জা ফখরুল আরো বলেন, আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন করতে হবে। তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। পাশাপাশি অর্থনীতির দিকটাও এ সরকারকে দেখতে হবে। আমি আশা করি, সরকারের মধ্যে অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নিত্যপণ্যের দাম কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সে পদক্ষেপ তাঁরা নেবেন এটাই আশা করছি।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২২ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি