বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিকরা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম সেটে হারের পর টানা দুই সেট জেতে কিরগিজস্তান। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ পরের দুই সেট জিতে নিয়েছে।
প্রথম পর্বে টানা তিন জয় পায় বাংলাদেশ। এরপর সেমি-ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা। কাল ফাইনালে হল হাড্ডা হাড্ডি লড়াই।
প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয়ের পর বাংলাদেশ হেরে যায় পরের দুই সেটে। দ্বিতীয় সেটে ২৫-১৫ এবং তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে হারে স্বাগতিকরা। ধাক্কা কাটিয়ে চতুর্থ সেটে তারা ২৫-১৯ পয়েন্টে জিতে লড়াইয়ে সমতা টানে।
পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে ট্রফি উঁচিয়ে ধরে বাংলাদেশ।
ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেখ ইসমাইল হোসেন। তবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ দলের জিয়ানবেক উলু।
এছাড়া টুর্নামেন্টে তৃতীয় হয়ছে শ্রীলংকা। তারা হারিয়েছে নেপালকে।