স্পোর্টস ডেস্কঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবার তাদের কাছেই হেরে বিদায় নিতে হলো বাংলাদেশী যুবাদের। কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটের হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো টাইগার যুবারা।
শনিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশের যুবারা। ভারতীয় বোলারদের বোলিং তোপে ৩৭ দশমকি ১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মাত্র ১১১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বাংলাদেশের যুবারদের ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত অনুর্ধ্ব-১৯ দল।
ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপাকে পড়ে চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাহফিজুল ইসলামকে ২ (৪) রানে বোল্ড করে ফেরান রবি কুমার। আরেক ওপেনার ১৭ বল খেললেও ১ রান করে বিদায় নেন রবি কুমারের বলে ক্যাচ দিয়ে। দলের অন্যতম ব্যাটার প্রান্তিক নওরোজকে ৭ (১৯) রানে ফেরান আগের দুই উইকেট নেয়া রবি। আইচ মোল্লার উপর দলের ভরসা, সেই আইচ ১৭ (৪৮) রান আউট হয়ে ফেরেন সাজঘরে।
এরপর আরিফুল ইসলাম ৯, মোহাম্মদ ফাহিম ০, রাকিবুল হাসান ৭ রানে ফেরার পর হাল ধরেন এস এম মেহরব ও আশিকুর জামান। মেহরবের ৩০ (৪৮) ও আশিকুরের ১৬ (২৯) রানে ভর করে কোনও মতে একশ রান পার করে বাংলাদেশ। ৩৭.১ ওভারে সব উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১১ রানে থেমে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
ভারতের পক্ষে ৩ উইকেট নেন রবি কুমার, ২ উইকেট নেন ভিকি ওসটল ও ১টি করে উইকেট নেন রাজবর্ধন, কুশল তাম্বে এবং আংক্রিশ রাজবংশী। ম্যাচ সেরা হয়েছে বল হাতে বাংলাদেশ শিবিরে ধস নামানো রবি কুমার।