প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ‘ভাই, কেমন আছেন? আমি অমুক গ্রামের…। আমি পরিবার পরিজন নিয়ে বিপদে আছি। কাউকে বলতেও পারছিনা’। ব্যস, আর দেরী নাই। ঠিকানা নিয়ে অসহায় পরিবারটির বাড়িতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে কয়েক মিনিটের মধ্যে হাজির টগবগে যুবকরা। অসহায় মানুষদের কথা শুনা মাত্র সাহায্য করতে নিরন্তর ছুটে চলা নাসিরনগরের প্রকৃত মানবতার ফেরিওয়ালাদের সমন্বয়ে গড়ে ওঠা Aid for Nasirnagar নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
মানবতার এই সৈনিকদের এবারের টার্গেট দীর্ঘদিন অনাহারে অর্ধাহারে থাকা এবং শুধু কচু সিদ্ধ করে খাওয়া বেশ কয়েকটি বেদে পরিবার। এরপর আবার অসহায়দের পাশে দূর্বার ছুটে চলা। নিদারুণ কষ্টে থাকা ১৯ টি বেদে পরিবারকে আজ বিকালে COVID-19 এর প্রকৃত যুদ্ধারা দীর্ঘদিন যাবত ভাতের মুখ না দেখা অসহায় ও নিষ্ঠুর দারিদ্রতায় ভোগা মানুষগুলোর জন্য ডাল, ভাতের ব্যবস্থা করেন।
আজ এই সংগঠনটি নাসিরনগরের লকডাউনে আটকা বেদে পল্লীর ১৯ টি পরিবারের মধ্যে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, আটা ১ কেজি, কুমড়া ১ পিস, চ্যাপা শুটকি ১০০ গ্রাম করে ত্রাণ বিতরণ করেন। নাসিরনগর সরকারি কলেজ মাঠে আজ বিকেলে সংগঠনের সদস্যরা অসহায়দের হাতে তাদের এ ভালবাসার উপহার গুলো তুলে দেন।
এসময় সংগঠনের শরীফুজ্জামান চৌধুরী সুমন, সুজন দেব, সবুজ দাস ( শিক্ষক), সুহাষ চক্রবর্তী, রুবেল মল্লিক, প্রতীক দত্ত, মিঠুন বনিক, রাজীব দেব ( রাজু) প্রমুখ উপস্থিত ছিলেন। বেদে পল্লীর মোহাম্মদ আলী ও কেরামত আলী বলেন, জীবনে এত কচু আর খাইনি বাবা। তোমরা চাল, ডাল, তেল লবণ দিয়া ভাত খাওয়ার সুযোগ করে দিয়েছো। কতদিন ধরে পেটে এক মুঠো ভাত জুটেনি।