আইপিএলে রবিবার মুখমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। তার আগের দিনই প্রকাশ পায় ডেভিড ওয়ার্নারকে পরিবর্তন করে উইলিয়ামসনকে দেওয়া হয় ক্যাপ্টেনসি। তবে তাতে তেমন কোনো লাভ হয়নি উইলিয়ামসনের দলের। জোস বাটলারের তাণ্ডবলীলায় যেনো নিরুপায় হায়দরাবাদ। তাঁর অসাধারণ সেঞ্চুরিতে ভর করেই রাজস্থান রয়্যালস দাঁড় করান ২২০ রান। রাজস্থানের হয়ে ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলে ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলার মন জয় করেছে সবার। ৫৬ বলে সেঞ্চুরি করে ফেলা বাটলার ১১টি চার ও ৮টি ছয় মারেন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন নিজের ব্যাটে ৩৩ বলে ৪৮ রান করেন। । জবাবে ব্যাটিং নেমে পাহাড় সমান রানের অনেক দূরে থেকেই নিজেদের ইনিংসের ইতি টানতে হয় উইলিয়ামসনদের। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করে মণীশ পাণ্ডে আর উইলিয়ামসন করে ২০ রান এবং ইংলিশ ব্যাটসম্যাান জনি বেয়ারস্টো করেন ৩০ রান । বল হাতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ক্রিস মরিসের যুগলবন্দি হায়দরাবাদের ব্যাটসম্যানদের ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে দেননি। দু’জনেই তুলে নেন তিনটি করে উইকেট। তাইতে নিউজিল্যান্ডের বিশ্ববন্দিত ক্যাপ্টেন দায়িত্ব নিয়েও দলকে জয়ের মুখ দেখাতে পারলো না সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় সর্বনিম্নে অবস্থা করছে সানরাইজার্স হায়দরাবাদ।