বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এখন পর্যন্ত আটটি আসর শেষ হয়ে গেছে। এই আট আসরের মধ্যে দল হিসেবে সবচেয়ে বাজে সময় কাটিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। ভাগ্য বদল করতে বিপিএলের নবম আসরে মাশরাফী বিন মোর্ত্তজার দ্বারস্থ হয়েছে চলতি বছরের সিলেট ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী। বাংলাদেশের সাবেক এই সফল অধিনায়ক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৪টি শিরোপা জিতেছেন আলাদা তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। কেবল শিরোপা জয়ের দিক দিয়ে নয় মাশরাফী ম্যাচ জয়ের হিসাবেও বিপিএলের ইতিহাসে সবার সেরা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিপিএলের চলমান নবম আসর মিলিয়ে এখন পর্যন্ত ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬২টিতে দলকে জয় এনে দিয়েছেন ম্যাশ। মোট ম্যাচের ৬৪.৫৮ শতাংশ জয় পেয়েছেন অধিনায়ক মাশরাফী। তার নিকট অবস্থানে থাকা মাহমুদউল্লাহর ম্যাচ জয়ের শতাংশ ১৪ পিছিয়ে ৫০-এ।
সিলেট ফ্র্যাঞ্চাইজি তাই ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকেই দিয়েছে নেতৃত্বের গুরুভার। মাশরাফীও দিচ্ছেন আস্থার প্রতিদান। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টিতেই দলকে জয় এনে দিয়েছেন।
ক্রিকেটে ২০ বছর পার করে ফেলা মাশরাফী অবশ্য কেবল অধিনায়কত্ব করে থামছেন না সিলেট ফ্র্যাঞ্চাইজিতে। নিজের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করছেন নিজ উদ্যোগে। তাদের মেন্টর হিসেবে পাশে থাকছেন। নিজ হাত ধরে শিখিয়ে দিচ্ছেন নতুন কোনো অস্ত্র।
সিলেটের এই অধিনায়ক যেন নিজ দলের তরুণ ক্রিকেটার রেজাউর রাজা, তানজিম সাকিবদের জন্য কোচই হয়ে উঠেছেন। নিজের সব কৌশল দেখিয়ে শিখিয়ে দিচ্ছেন রাজা, সাকিবদের। মনোযোগী ছাত্রের মতো মাশরাফীর কথা শুনছেন তরুণ এই পেসাররাও।
সিলেট দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেনকে পাশে নিয়ে কোচ মাশরাফী দেখাচ্ছেন কোন গ্রিপে লেগ কাটার দেওয়া সম্ভব। কীভাবে স্লো বাউন্সার আদায় করা যাবে। কিংবা ব্যাটসম্যানদের বুঝে কীভাবে বোলিং করতে হবে। মাশরাফীর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে কোচিং করানোর তেমনই এক ভিডিও প্রকাশ পেয়েছে।
মাশরাফী অবশ্য কেবল দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার নয় ক্রিকেট পাঠ দিচ্ছেন ক্রিকেটার হতে চাওয়া খুদেদেরও। যেখানে তার ছাত্র (ছেলে) সাহেল মোর্ত্তজা এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার নাফিস ইকবালের ছেলে নামিরকেও। মাশরাফীর অফিসিয়াল ফেসবুক পেজের সেই ভিডিওতে দেখা যায়, মাশরাফী তাদের রানিং সেশন করাচ্ছেন।