প্রশ্নফাঁস রোধে এসএসসি পরীক্ষার সাত দিন আগে থেকে একমাস পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা মেনে বন্ধ রয়েছে রাজধানীর প্রায় সব কোচিং সেন্টার। রাজধানীর বাইরেও দেখা গেছে একই চিত্র।
তবে কিছু কিছু কোচিং সেন্টারে শিক্ষকরা এলেও তারা বন্ধ রাখেন শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ কোচিং অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, একটি মনিটরিং টিম গঠন করে সকাল (২৭ জানুয়ারি) থেকেই বিভিন্ন কোচিং সেন্টার পরিদর্শন করছেন তারা। সরকারি নির্দেশনা পাওয়ার পরে অ্যাসোসিয়েশনের সবাই মিলে মিটিং করে কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, ঢাকার বাইরেও ছিল একই চিত্র। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহসহ দেশের প্রায় সব বড় শহরেই অধিকাংশ কোচিং সেন্টার বন্ধ থাকতে দেখা যায় রোববার (২৭ জানুয়ারি)।
গত ২০ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে দেশের সব কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।