বাংলাদেশ পুলিশের ৪৭ জন পুলিশ সুপারকে (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতিপ্রাপ্ত এসব পুলিশ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন। বিসিএস ১৫তম থেকে ১৭-১৮ ২০ ও ২১ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বঞ্চিতদের এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত ডিআইজি হলেন যারা
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার আলি আকবর খান, কুমিল্লা হাইওয়ে পুলিশ (পূর্ব) পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার শাহ আবু সালেহ মো. গোলাম মাহমুদ, এসবি ঢাকার পুলিশ সুপার মো. নজমুল হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আল-মামুনুল আনছারী, পুলিশ টেলিকম সংস্থার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ, ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজুল কবির, লালমনিরহাট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মু. মাহবুবুর রশীদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হুমায়ুন কবির, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গাইবান্ধার পুলিশ সুপার এ, আর, এম, আলিফ, পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার সরদার রোকনউজ্জামান, গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, ডিএমপির উপপুলিশ কমিশনার খন্দকার মো. শামীম হোসেন, বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মো. আব্দুস সালাম, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন, ব্রাহ্মণবাড়ীয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, পিরোজপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. নাজিমুল হক, চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সফিজুল ইসলাম, বান্দরবানের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ওয়াহিদুল হক চৌধুরী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সিআইডি বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার, দিনাজপুর জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের জামালপুর জেলার পুলিশ সুপার এম, এম সালাহউদ্দীন, দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বশির আহমেদ, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রেজাউল হক খান, পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ার, ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ, পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. সারোয়ার জাহান এবং রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আব্দুল লতিফ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম