মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড গুনজর দক্ষিণ পাড়ার ভাসানীর ছেলে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রুহুল আমিন অটোরিকশা চালিয়ে ৫ জনের সংসার চালায়।
অটোরিকশা চালক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রুহুল আমিনের সাথে কথা বলে জানা যায় যে, সে গুনজর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষা পাস করে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল কিন্তু তার বাবা শ্বাসকষ্টসহ অনেক রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি আর কাজ করতে পারে না। প্রতিদিন উনার অনেক টাকার ঔষধ লাগে এবং তার মা ফারজানা বেগমের শরীরও বেশি একটা ভাল না। তার একজন বোন সাহিদা আক্তার গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার কয়েক বছরের বড় আলী হোসেন নামে একজন ভাই আছে,সেও লেখা পড়া করতে পারে না। এই পরিস্থিতিতে সংসারের হাল ধরার মতো তাকে ছাড়া আর কেউ নেই। তাই আমি বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে অটোরিকশা চালিয়ে বাবা মার ঔষধ আনা এবং বোনের পড়ালেখার খরচসহ ৫ জনের সংসার চালাই।
তার পড়াশোনা করার ইচ্ছা আছে কি না সেই বিষয়ে জানতে চাইলে সে বলে ইচ্ছাতো আছে কিন্তু বাবা মার ঔষধ, বোনের পড়ালেখার খরচ এবং সংসারের খরচ কে চালাবে? আমি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।