সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত কিছুটা কমলেও আগস্ট-সেপ্টেম্বরের মতোই বাড়ছে মৃত্যুর সংখ্যা। অক্টোবরের ১৩ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ১৬৯ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, অক্টোবরের প্রথম দিনে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং দুই হাজার ৮৮২ জন আক্রান্ত হয়েছেন, ২ অক্টোবর ১১ জনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৫৯৬ জন, ৩ অক্টোবর ১৩ জনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৭৯৯ জন, ৪ অক্টোবর ১৬ জনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৫৬৪ জন, ৫ অক্টোবর ৯ জনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৬১৭ জন, ৬ অক্টোবর ৯ জনের মৃত্যু এবং আক্রান্ত এক হাজার ৮০০ জন, ৭ অক্টোবর ১৫ জনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ১৫৮ জন, ৮ অক্টোবর সাতজনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৭৪২ জন, ৯ অক্টোবর দশজনের মৃত্যু এবং আক্রান্ত দুই হাজার ৬৬০ জন।
এ ছাড়া ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ডেঙ্গুতে ১৩ জন করে মারা গেছেন। একই সময়ে যথাক্রমে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৫ জন, দুই হাজার ৪২৫ জন, দুই হাজার ৩২৭ জন এবং এক হাজার ৬৭৩ জন।
অন্যদিকে মাসিক পরিসংখ্যানে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে সেপ্টেম্বরে। মাসটিতে ৩৯৬ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির ধারাবাহিতকা না থাকলে অনেকটা কমতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবুও বছর জুড়েই অব্যাহত রাখতে হবে মশক নিধন অভিযান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম