ঘরের মাঠে বার্সার হারটা প্রায় সুনিশ্চিতই ছিল। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বার্সা শেষ নয় মিনিটে যা দেখাল, সেটি ছিল রীতিমতো অবিশ্বাস্য।
স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। শক্তির বিচারে বেশ এগিয়ে থাকলেও প্রতিপক্ষ সেল্টা বলেই শঙ্কা ছিল হোঁচট খাওয়ার। সেই শঙ্কা ছিল ম্যাচের ৮০তম মিনিট পর্যন্ত। । কিন্তু পোল্যান্ড তারকা রবার্ট লেভানডফস্কি এবং জোয়াও ক্যানসেলো তাদের পায়ের জাদুতে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে বার্সাকে এনে দিয়েছেন রাজকীয় জয়।
পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে বার্সেলোনা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি প্রথমার্ধে। উল্টো ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের। দ্বিতীয়ার্ধের গল্পটাও একই। বল দখল কিংবা আক্রমণ, সবকিছু এগিয়ে থেকেও ম্যাচের ৭৬তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ০-২ গোলে। আপাতদৃষ্টিতে সে সময় মনে হচ্ছিল এই ম্যাচটিও হারতে যাচ্ছে কাতালানরা। কিন্তু কে জানত শেষ ৯ মিনিটে তারা রচনা করবে নতুন এক উপাখ্যান।
ম্যাচের ৮১তম মিনিটে জোয়াও ফেলিক্সের বাড়িয়ে দেওয়া বলে গোল করে ব্যবধান কমান লেভানডফস্কি, বার্সার রাজসিক কামব্যাক। এরপর ৪ মিনিট যেতেই আবারও উল্লাসে মেতে উঠে বার্সা। এবারও উপলক্ষে সেই লেভানডফস্কি । এবার লেভানডফস্কি বল বাড়িয়ে দেন জোয়াও ক্যানসেলো। ম্যাচের ৮৫তম মিনিটে ২-২ সমতা।
সেখান থেকে ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সার ত্রাণকর্তা হিসেবে হাজির হন জোয়াও ক্যানসেলো। গাভির বাড়িয়ে দেওয়া বলে অসাধারণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি। নির্ধারিত সময়ের অতিরিক্ত ৭ মিনিটে দারুণ ফুটবল উপহার দিলেও ম্যাচে ফিরতে পারেনি সেল্টা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম