বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এ পর্যন্ত ৯৫.৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এক বার্তায় দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্য সংস্থাটি জানায়, তৈরি পোশাক খাতের (বিজিএমইএ’র অধীনস্থ কারখানার) মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের বেতন পরিশোধ করা হয়েছে।
মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় ২ হাজার ৭১টি কারখানা (৯১.০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
এর আগে গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন।
এক বিবৃতিতে রুবানা হক বলেন, ‘বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সব শ্রমিককের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা আস্থা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেয়া হবে।’