অর্থ-বানিজ্য ডেস্কঃ এবার বিদেশে ৮ ই-কমার্স প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তদন্তে এমন ৮টি প্রতিষ্ঠানের দেশের টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
তদন্তে জানা যায়, তারা হুন্ডির মাধ্যমে এ টাকা বিদেশে পাচার করেছে। শিগগিরই মানিলন্ডারিংয়ের মামলার অভিযোগপত্র দেওয়া হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
সিআইডি সূত্রে জানা গেছে, ই-অরেঞ্জ ২৩২ কোটি টাকা, আনন্দের বাজার ৩০০ কোটি টাকা, ধামাকা ১১৬ কোটি টাকা, টুয়েন্টিফোর টিকিট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ টাকা, এসপিসি ওয়ার্ল্ড ১ কোটি ১৭ লাখ টাকা, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ টাকা, আকাশনীল ডটকম ৩ কোটি টাকা এবং সিরাজগঞ্জ শপ ৪ কোটি ৯ লাখ টাকা অর্থ পাচার করেছে।
তদন্ত চলমান রয়েছে বলে সিআইডি সুত্রে আরো জানা গেছে, দালাল ডটকম ও থলে ডটকমের মতো প্রতিষ্ঠানগুলোর মানিলন্ডারিংয়ের প্রমাণ সিআইডির হাতে রয়েছে। চলছে পরিমাণ অনুসন্ধানের পালা। এর বাইরেও ৩৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের অর্থ পাচার খতিয়ে দেখছে গোয়েন্দারা।