৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ এক অভিযান পরিচালনা করে গত শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ৮৪ হাজার শলাকা ভারতীয় অবৈধভাবে আমদানিকৃত নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়।
৭ এপিবিএন’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালায়। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন ৯নং আমতৈল ইউনিয়ন এর জগৎসী গ্রামের আলাউদ্দিন এর বাড়িতে অভিযান পরিচালনা করে শামীম বক্স (৩৫) এর বসতঘর হতে ৮৪ হাজার শলাকা ভারতীয় অবৈধভাবে আমদানিকৃত নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়। শামিম বক্স আর্মড পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতক শামীম বক্স মৌলভীবাজারের ফুলতৈল গ্রামের বাসিন্দা নুর বক্স ছেলে।
এস আই (নিঃ) আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে পলাতক শামীম বক্সের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫০ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি