একের পর এক সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। গতকাল সোমবার ২২ এপ্রিল রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ৯ মিনিটে প্রায় পাঁচ বার কম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল চিনের স্বায়ত্বশাসিত অঞ্চলটির পূর্বের হুয়ালিয়েন কাউন্টি। পূর্ব উপকূল ছাড়াও রাজধানী তাইপে কেঁপে ওঠে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত ক্ষয়ক্ষতির বিষয় জানা যায়নি। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) তাইয়ানের কম্পন অনুভূত হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ডজনখানেক ভূমিকম্প অনুভূত হয়েছে তাইওয়ানে।
গেল দুই সপ্তাহ আগে গত ৩ এপ্রিল অল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন শহরে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়। সে সময়ের পর থেকে এখন পর্যন্ত তাইওয়ানে এক হাজারের বেশি আফটার শক অনুভূত হয়েছে।
এদিকে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল এবং রাজধানী তাইপেই ছাড়াও জাপানের দক্ষিণাঞ্চল, চীনের পূর্বাঞ্চল এবং ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কারণে এসব দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার।
সুত্রঃ এএফপি।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫০ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি