চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরিকল্পনা অনুযায়ী বাজার থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৪ টাকা, আতপ চাল ৪৩ টাকা ও ধান ৩০ টাকা দরে কেনা হবে।
আজ রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) এক সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দুই লাখ মেট্রিক টন ধান এবং পাঁচ লাখ মেট্রিক টন চাল কিনেছিল সরকার। সেবার প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল। এবার চালের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ধানের দামও কেজিতে দুই টাকা বাড়ানো হয়েছে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, এবার দুই লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং আতপ চাল ৪৩ টাকা দরে কেনা হবে।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৩ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি