১৯৪৭ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ক্যাঙ্গারুদের ১০৭ রানে প্রথম ইনিংস শেষের আগের রেকর্ডটি ভাঙল এবার। ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহর আগ্রাসী বোলিংয়ের সঙ্গে বাকি পেসারদের রুদ্ররূপে মাত্র ১০৪ রানেই গুটিয়েছে অস্ট্রেলিয়া। আর তাতেই ৭৭ বছর পর স্বাগতিকরা পেয়েছে বিব্রতকর এক রেকর্ডের স্বাদ। এর অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৫০ রানে অল আউট হয়েছিল ভারত। আগে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৫০ রানে অল আউট হয়েছিল ভারত।
টেস্ট ইতিহাসে টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে এটিই অজিদের সবচেয়ে কম রানে অল আউটের নতুন রেকর্ড।
পার্থ টেস্টে ঘরের মাঠে ২০০০ সালের পর তৃতীয় সর্বনিম্ন স্কোর তুলেছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৫ ও মেলবোর্নে ২০১০ সালে ইংল্যান্ডের সঙ্গে তারা ৯৮ রানে থেমেছিল। এদিকে প্রথম ইনিংসের তৃতীয় সর্বনিম্ন রান তুলে ভারত লিড নেয়ার কীর্তি গড়েছে। চলতি টেস্টে সফরকারীদের লিড ৪৬ রান। হ্যামিল্টন টেস্টে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৯ রানে অল আউট হয়েও দলটি পেয়েছিল ৫ রানের লিড। লর্ডস টেস্টে ১৯৩৬ সালে ইংলিশদের বিপক্ষে ১৪৭ রানে গুটিয়ে গিয়েও ১৩ রানের লিডে ছিল।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৫ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি