ভারতের সংসদে অন্তর্বতী বাজেটে রাষ্ট্রীয় গোকুল মিশনের জন্য ৭৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে।
লোকসভা ভোটের আগে আজ শুক্রবার এই বাজেটে ভারতের অন্তবর্তীকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল রাষ্ট্রীয় গোকুল মিশন ঘোষণা করেন, যেখানে গরুদের সুরক্ষায় ৭৫০ কোটি রুপি বিনিয়োগ করা হবে।
ভারতের সংসদে দাঁড়িয়ে পীযুষ গোয়েল ঘোষণা করেন, গত কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে যে পরিমাণে গোহত্যা ও তার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। তাই ভারতে গোমাতাদের রক্ষা করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সেকারণেই এই গোকুল মিশন।
পীযুষ গোয়েল বলেন, গোমাতার সম্মান রক্ষা করতে এই সরকার কখনো পিছু হটবে না। ২০১৮-১৯ সালে গরুদের বংশবৃদ্ধি ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য এই ৭৫০ কোটি রুপি গোকুল মিশনে বিনিয়োগ করা হবে। এ ছাড়াও এদিনের বাজেটে রাষ্ট্রীয় কামধেনু আয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। এই কামধেনু আয়োগের মাধ্যমে ভারতে গোমাতাদের রক্ষা করা ও তাদের দেখভাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একইসঙ্গে এবারের বাজেটে ভারতে পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এদিনের অন্তর্বতী বাজেটে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ভারতে মধ্যবিত্তদের মন পেতে আয়করে ব্যাপক ছাড়ের কথাও ঘোষণা করেছে মোদি সরকার। আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে পাঁচ লক্ষ রুপি পর্যন্ত করার কথাও ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের যে ক্ষোভের পারদ চড়ছিলো সেই পারদ নিম্নমুখী করতে বাজেটে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ভারতে কৃষক সম্মান নিধি নামে ঐতিহাসিক যোজনা আনছে সরকার। যেখানে ২ হেক্টর পরিমাণ জমি যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে সরাসরি বছরে ৬ হাজার রুপি দেবে কেন্দ্রীয় সরকার। যার সুবিধা পাবেন ভারতের প্রায় ১২ কোটি কৃষক।