৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে অবদান রেখে দলের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করেছেন শামীম হোসেন। তিনি শেষ দিকে ১৭ বলে দুর্দান্ত ৩৫ রান করেন।
তবে সিরিজ জয়ের দিনে বাংলাদেশের জন্য দুঃসংবাদও এসেছে। ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন ওপেনার সৌম্য সরকার। তার ডান হাতের তর্জনিতে আঘাত লাগে এবং পাঁচটি সেলাই দিতে হয়। এক্স-রে রিপোর্টে জানা যায়, আঙুলের কাছাকাছি হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সৌম্য সরকারের আঙুলের ইনজুরির কারণে তাকে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে চলমান সিরিজের শেষ ম্যাচে সৌম্যকে আর দেখা যাবে না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন, আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।
লিটন দাস আরও বলেন, বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।
উল্লেখ্য, আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের চলতি বছরের শেষ ম্যাচ হবে। এরপর ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হলেও সৌম্য শুরুর দিকে অংশ নিতে পারবেন না।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি