নিজস্ব প্রতিবেদকঃ সাভারের তুরাগ নদে ৫ ফুট লম্বা তিন মণ ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।
গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেরা তুরাগ নদের আশুলিয়া বাজার সংলগ্ন ঘাটে মৃত ডলফিনটি দেখতে পায়ে, সন্ধ্যায় জাল দিয়ে তীরে উঠান তারা। ডলফিনটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। মূলত নদীর পানিতে কারখানার নির্গত রাসায়নিক অতিমাত্রায় মিশ্রিত থাকায় ডলফিনটি মারা গেছে। তাই মৃত ডলফিনটিকে দেখতে তীরে অনেক মানুষ ভীড় করেছিল।
স্থানীয়দের ভাষ্যমতে, শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানি মিশে নদীর পানি দূষিত হয় ডলফিনটি মারা গেছে।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, এটা গ্যাংগিজ ডলফিন বা বাংলায় হলো গাঙ্গের শুশুক। এক সময় পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল। মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণী। তবে এই অঞ্চলে গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে এরকমের শুশুক দেখা যায়নি বা শোনা যায়নি। হয়ত কোনোভাবে বুড়িগঙ্গা থেকে এসেছিল।
তিনি আরও বলেন, ঢাকার আশপাশের পরিবেশ প্রতিবেশটা দূষণের কারণে জলজ জীববৈচিত্রের কারণে মারাত্মক হুমকির সম্মুখীন। সেই সঙ্গে এই প্রাণীর যে খাদ্যাভ্যাস সেটা তুরাগ নদীতে এখন নেই। বিষাক্ততা, খাদ্য স্বল্পতা, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। মৃত্যুর কারণটা নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকের সাথে যোগাযোগের চেষ্টা করছি এবং স্থানীয়দের অনুরোধ করছি পরবর্তীতে নদীতে এ ধরনের প্রাণী দেখতে পেলে যেন আমাদেরকে জানানো হয়।