৫৩ জন নারী কর্মকর্তা নতুন করে সৌদি আরবের বিচার বিভাগে নিযুক্ত হচ্ছেন। সম্প্রতি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের রাজকীয় এক ফরমানে এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৌদি প্রসিকিউটর জেনারেলের মুখপাত্র ডা. মজিদ আল-দেশিমানি ৫৩ নারী কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন। এসব নারী কর্মকর্তাদের বিচার বিভাগের নির্দিষ্ট কিছু মামলার তদন্তের দায়িত্ব দেয়া হতে পারে বলে তিনি জানান।
এ সম্পর্কে তিনি বলেন, নারী-পুরুষ সব মিলিয়ে মোট ১৫৬ জন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই তাদেরকে নিজ নিজ দায়িত্ব অর্পণ করা হবে।
এ নিয়োগের ফলে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের বৃহৎ সংস্কার কর্মসূচী ভিশন- ২০৩০ বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এর আওতায় নারীদের ব্যাপক স্বাধীনতা নিশ্চিত করতে গত বছর তাদের গাড়ি চালানোর অনুমোদনও দেয়া হয়েছে।
সূত্র: আল-আরাবিয়া।