আজ ৫ই জুন (সোমবার) বিশ্ব পরিবেশ দিবস। আজ সারা পৃথিবীর অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবার দিবসটির এবারের প্রতিপাদ্য- এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এবং স্লোগান নির্ধারণ করা হয়েছে সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।
দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সরকার সপ্তাহব্যাপী পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
প্রসঙ্গত, ৫১ বছর আগে ১৯৭২ সালে বিশ্বের পরিবেশের বিপন্নদশা অবলোকন করে সুইডেনের রাজধানী স্টকহোমে বিভিন্ন দেশের নেতারা বসেছিলেন। এটি ‘এনভায়রনমেন্ট সম্মেলন’ বা ‘স্টকহোম সম্মেলন’ নামে পরিচিত। ১৯৭৪ সাল থেকে পরিবেশ দিবস পালিত হচ্ছে।
জাতীয় কর্মসূচি : আজ সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে ৫ই জুন থেকে ১১ই জুন পর্যন্ত। ২৭ থেকে ৩০ই জুন ঈদুল আযহার সরকারি ছুটি থাকায় বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ই জুন এবং ১ জুলাই থেকে ১২ই জুলাইপর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর আরও কিছু কর্মসূচি গ্রহণ করেছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি