সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে অন্তঃ কোন্দলে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি,
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারীসহ ১০ জন সাংবাদিক।
এবং অপর পক্ষের সাংবাদিক এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা শহিদুল ইসলাম, গ্রামের কাগজের জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা
প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শামিম পারভেজ মারাত্মক জখম হয়েছেন। এদের মধ্যে মনিরুজ্জামান তুহিনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা প্রেসক্লাবে আসেন। এ পরিস্থিতিতে সাতক্ষীরা প্রেসক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।