গতকাল ২১/০৭/২০২০ইং সন্ধ্যায় একটি ইউরোপীয়ান ফ্লাইটে গ্রীস থেকে ৪০ জন পাকিস্তানীকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে পাকিস্তান ফেরত পাঠানো হয়। বিভিন্ন ক্যাম্প থেকে তাদের সন্ধ্যায় এথেন্সের এলেফথেরোস ভেনেজেলোস আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। ডিপোর্টের প্রাক্কালে স্বয়ং অভিবাসন ও আশ্রয় মন্ত্রী নতিস মিতারাকিস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তিনি বলেন,” করোনার কারণে বিগত চারমাস ডিপোর্ট কার্য ক্রম বন্ধ ছিল, যা আমরা পুণরায় শুরু করতে যাচ্ছি। ”
এদিকে গত ৬ মাসে ৩৫৯১ জনকে ইউ’র নানা দেশ থেকে ডিপোর্ট করা হয়। তাছাড়া তুরস্ক ডিপোর্ট বা পুশব্যাক তো চলছেই। এ বছর তুরস্কে ১৩৯ বাস (ট্রিপ) অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়। এ মাসেই পাঠানো হয় ৭৯ বাস।এথেন্স বিডি