সাকিব আল হাসান, রৌমারী, কুড়িগ্রাম: সামনে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে দিন গননা। আর কত দিন? প্রতি মুহূর্তে তাদের মনে জাগে এই একই প্রশ্ন। তারই ধারাবাহিতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রায় সব ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
কেও যেন কারো থেকে কম নয়। প্রতিটি ইউনিয়নের সাথে তাল মিলিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ৪নং রৌমারী সদর ইউনিয়ন পরিষদ । সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৪নং রৌমারী সদর ইউনিয়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ । নির্বাচনী প্রচারণায় তিনি এগিয়ে রয়েছেন।
উক্ত ইউনিয়ন বাসী জানায়,আমরা একজন শিক্ষিত, দক্ষ,উন্নয়নশীল ব্যক্তিকে নির্বাচিত করবো। এই সব গুলো বিবেচনা করে আমরা দেখেছি তিনিই একমাত্র যোগ্য। আমরা যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে জয় যোক্ত করবো ইনশাআল্লাহ্। এগিয়ে চলো আমরা পাশে ছিলাম,পাশে আছি এবং পাশে থাকবো।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী হারুনর রশীদ বলেন, আমি প্রতিনিয়ত গরিব দুঃখীদের পাশে থাকি। তাদের প্রতি মুহূর্তে আমি খোঁজ খবর নেই। তারা কেমন আছে বা পরিবারের সদস্যরা কেমন আছে নানা প্রশ্ন করি ইউপি বাসীকে।জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। আমি নির্বাচিত হলে আমি আমার ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।