চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধে তিন মাসের বিরতি দিতে সম্মত হয়েছে। আগামী তিন মাস একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলাকালে কেউ কারো ওপর নতুন করে আমদানি-রপ্তানিতে কোনো শুল্ক আরোপ করবে না বলে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে জি-২০ সম্মেলন চলাকালে গতকাল স্থানীয় সময় শনিবার দুই পরাশক্তির রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামী ১ জানুয়ারি থেকে চীনা পণ্য আমদানিতে শুল্ক ২৫ শতাংশ করার কথা ছিল। গতকালের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র সেখান থেকেও সরে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর ফলে বছরের শুরুতে ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ১০ শতাংশ হারে বিপুল পরিমাণ শুল্ক তোলা থেকেও বিরত থাকবে যুক্তরাষ্ট্র। তবে যদি প্রযুক্তি আদান-প্রদান, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, শুল্কবিহীন বাধা ও সাইবার অপরাধ নিয়ে উভয় পক্ষ আগামী তিন মাসের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশে নেওয়া হবে বলে দুই দেশই সম্মত হয়েছে-এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। গত সেপ্টেম্বরে ২০০ বিলিয়ন চীনা পণ্যের আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। চীনও পাল্টা শুল্ক আরোপ করে। ট্রাম্প এরপর আরো ২৬৭ বিলিয়ন চীনা পণ্যের আমদানিতে বাড়তি শুল্ক আরোপের হুমকি দেন। এখন পর্যন্ত রাজি না হলেও বাণিজ্যঘাটতি কমাতে চীন শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে কৃষিসহ জ্বালানি ও শিল্পকারখানা সংশ্লিষ্ট পণ্য আমদানি করবে বলে আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। দাবি করা হয়েছে, শুধু মার্কিন কৃষকদের কৃষিপণ্য আমদানির কার্যক্রম দ্রুত শুরু করতে রাজি হয়েছে চীন।