কানাডার টরেন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা-২০২৩ সম্মেলন আগামী ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ সেপ্টেম্বর শুক্রবার ডন ভ্যালি হোটেলের কনভেনশন সেন্টারে অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হবে অপেন স্ট্রিটে।
এবারের প্রতিপাদ্য “অনুভবে : চেতনায় আমাদের বাংলাদেশ”, চল চল টরন্টোর ফোবানায় চল। এবারে টেরেন্টোতে স্মরণকালের বড় ফোবানা আগামী ১,২, ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টরেন্টো সিটি হল থেকে অনুমোদন নিয়ে চারটি স্ট্রিট বন্ধ করে অপেন কনসার্ট , সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেশের শ্রেষ্ঠ শিল্পী এবং কলা কুশলীরা এতে অংশ নেবেন। এবারের ফোবানা সম্মেলনে শিল্পীদের মধ্যে থাকবেন বেবী নাজনীন, মমতাজ এম পি, পবন দাস বাউল, সেলিম চৌধুরী, প্রতীক হাসান, তাহমিনা মিম, বিন্দু কনা, অভিনেত্রী তানজিন তিশাসহ একঝাঁক শিল্পী।
এছাড়া তিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে আরো থাকছে রকমারি স্টল নিয়ে মেলা, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা ইত্যাদি।
সম্প্রতি টরেন্টো ফোবানা সম্মেলনের প্রস্ততি কমিটি গঠিত হয়েছে। ২০১ সদস্য কমিটির কর্মকর্তারা হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মুহাম্মদ হাসান-কনভেনর এবং বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি রাসেল রহমান-সদস্য সচিব, খোকন রহমান- প্রধান উপদেষ্টা, ফোবানার প্রাক্তন কনভেনর মাহবুব রব চৌধুরী-চেয়ারম্যান ও ঘরোয়া রেস্টুরেন্টের মালিক সৈয়দ শামসুল আলম ও আজিম দেওয়ান ভাইস চেয়ারম্যান।
চিফ এডভাইজার, হেড অফ দ্যা ভেনু – শমসের আলী হেলাল, শিবু চৌধুরী। চেয়ারম্যান – সামসুল আলম। ভাইস চেয়ারম্যান – দেওয়ান আজিম। কো-কনভেনরস – রুমী রিজভী করীম, শেখ মোতালেব, মোস্তফা মিলু, রিটু, রনি, সরোয়ার। চিফ কো-অর্ডিনেটর – এডভোকেট আনোয়ার কবীর। চিফ মর্ডারেটর – শামসুল বেলাল। চিফ মার্কেটিং এন্ড বিপণন – আহমেদুর রহমান ইতি। এক্সিকিউটিভ মেম্বার/ কনভেনর সেক্রেটারি – খোকন রহমান। সেক্রেটারি – স্যাম, রাসেল, দীপ, সাকিব, ইয়াসির চিফ কালচারাল কো-অর্ডিনেটর – আব্দুস সালাম, মনির হোসেন। মেন্টর – আখতারুজ্জামান ফুলু। ডিরেক্টর ইনচার্জ – ইসতিয়াকুর রহমান খান, ব্যারিস্টার আরিফ, ব্যারিস্টার ওমর, রাসেল রহমান, এমডি হাসান। কো-চেয়ারম্যান – আফিয়া বেগম, অশোক উত্তম সাহা, জসীম, মুজাহিদ, দেওয়ান হক। চিফ কন্ট্রোলার – তারিক। চিফ ফাইন্যান্স – জিসান চৌধুরী জীসু।
চিফ লজিস্টিক এন্ড প্রক্রিওরমেন্ট – মাসুদ চৌধুরী। চিফ অফ ট্রান্সপোর্ট – ইমরুল হোসেন। চিফ ওমেন এফেয়ার এন্ড ওয়েলফেয়ার – ঝানু আক্তার। চিফ অব ট্যুর এন্ড ট্রাভেল – মোস্তাক চৌধুরী। চিফ লিগ্যাল এডভাইজার – কামরুল হাফিজ। চিফ অব স্পন্সর – রিংকু সোম। চিফ অব স্টল এন্ড স্টেজ – দেলোয়ার হোসেন। সুভেনার এন্ড সেমিনার – জয়ন্ত বণিক, শওগাত আলী সাগর। মিডিয়া – মাসুদ করীম। চিফ রিসিপশন এন্ড ওয়েলকাম – হেলাল উদ্দিন শাহিন, বিপ্লব। চিফ অব আইটি – কফিল উদ্দিন পারভেজ। চিফ অব ফুড এন্ড বেভারেজ – জহির, কান্তা মাহমুদ। চিফ অব ওয়েলফেয়ার এন্ড হসপিটালিটি – জব্বার পাঠান। চিফ অব ভলান্টিয়ার – জিয়া গফুর। এডভাইজারি বোর্ড – মহিদ ইসলাম, রিপন, আবুল আজাদ, মামুন জোয়ার্দার, মিজানুর রহমান, আবু হামিদ, মনোজ বসাক, শওকত। চিফ ওভারসিস এন্ড লোকাল আর্টিস্ট কো-অর্ডিনেটর – নবীউল হক বাবলু, তাপস। চিফ অব সিকিউরিটি – জাহিদ, এমডি সায়েম, কাদির।
দলমত নির্বিশেষে সকলে আমন্ত্রিত। আমন্ত্রণে-গিয়াস আহমেদ, চেয়ারম্যান স্টিয়ারিং কমিটি এবং এক্সিকিউটিভ মিম্বারস
ফারুকী হাসান, তপন সাঈদ, দারা আবু যোবায়ের। আয়োজনে – বাংলাদেশ সোসাইটি এস সি।
ডিবিএন/এসই/ এমআরবি