মহামারি করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়ানোয় আগের নিয়মে ফিরছে ব্যাংক লেনদেন। লেনদনে চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে করোনাভাইরাসের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
সরকার ঘোষিত সাধারণ ছুটি না বাড়ানোয় আগামী ৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি, অধিদফতরের নির্দেশনার বিষয়ে মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগে পরবর্তী মাসের প্রথম পাঁচ কার্যদিবসের মধ্যে পরিপালন প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এনআরবি বন্ড, বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের লেনদেন নিশ্চিত করতে হবে। এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।