২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সময় নির্ধারণ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি বড় ভোটের ব্যবধানে পাস করেছেন দেশটির সংসদ সদস্যরা।
তবে এ বিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি না হওয়া পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রাখা হয়েছে, সেটি কোনোভাবেই ২০২০ সালের বেশি বাড়ানো যাবে না বলে সময় বেঁধে দেয়া হয়েছে। বিল পাসের পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ব্রেক্সিট কার্যকর করার পথে ব্রিটেন এখন আরও এক ধাপ এগিয়ে গেল।’
এদিকে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বিলটির বিপক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার দলেরই ছয় জন এমপি তা অমান্য করে বিলের পক্ষে ভোট দিয়েছেন। এ মাসে কনসারভেটিভ পার্টি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সহজেই এ বিলটি পাস হবে বলে ধারণা করা হচ্ছিল।
ব্রেক্সিট কী?
‘ব্রিটিশ এক্সিট’ নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া।