স্পোর্টস ডেস্কঃ অদ্য সম্পন্ন হওয়া বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২০ এ বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার এর পদক বিজয়। গত ১০/১২/২০২০ তারিখ বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজনে শুরু হয় উক্ত প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নেন দেশের ৭২টি সংস্থা যাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনি সহ দেশের কয়েক বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা।
গত বৃহস্পতিবার ১০ডিসেম্বর ২০২০ তারিখ রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়মে শুরু হওয়া বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাননীয় সচিব জনাব ডাঃ মো. মোজাম্মেল হক খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন, সাধারন সম্পাদক কৈশৈল, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ বাংলাদেশ কারাতে ফেডারেশন এর বিভিন্ন সদস্য বৃন্দ। প্রতিযোগিতায় বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার অংশগ্রহন করে দলীয় মহিলা কাতা ইভেন্ট এ তাম্র পদক, দলীয় পুরুষ কাতা ইভেন্ট তাম্র পদক, দলীয় পুরুষ কুমিতে ইভেন্ট এ তাম্র পদক অর্জন করে।