পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ বিশ্বের ২১টি দেশে ২২টি নতুন মিশন খোলার পরিকল্পনা নিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন মিশনগুলোর মধ্যে চীনে গুয়াংজু ও সাংহাই, আজারবাইজান, কম্বোডিয়া, লাওস, কাজাখস্তান, উগান্ডা, জিম্বাবুয়ে, তিউনিশিয়া, তাঞ্জানিয়া, ঘানা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মেলবোর্ন, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, চিলি ও সাওপাওলো।
মন্ত্রী বলেন, জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের মোট ৭৭টি মিশন রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এছাড়া ভারতের চেন্নাই এবং রুমানিয়ার বুখারেস্টে মিশন চালুকরণের নিমিত্তে সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জাতিসংঘভুক্ত অবশিষ্ট ১৩৪টি দেশে বর্তমানে বাংলাদেশের কোন মিশন নেই।