আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন হাওয়া ভবনের তারেক রহমান এবং এই হামলার প্রধান টার্গেট ছিলেন জাতির পিতার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৭৫ এর ১৫ আগস্ট ও ২০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেছেন সেতুমন্ত্রী।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তাঁর করবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসবকথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ৭৫ এর খুনিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে জিয়াউর রহমান। একটাতে বঙ্গবন্ধু ও অন্যটিতে শেখ হাসিনা টার্গেট ছিলেন। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল হাওয়া ভবন। বিএনপি একবারও জিয়াউর রহমানের হত্যার বিচার দাবি করেনি। আওয়ামী লীগই সেই সময় এ হত্যার নিন্দা জানিয়েছিল।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান যদি খুনিদের বিদেশি দূতাবাসে খুনিদের চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত না করতেন, মোশতাকের বেনিফিশিয়ারি হিসেবে প্রধান সেনাপতি না হতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুন যে করে আর খুনিদের যে আশ্রয় দেয় এবং পুরস্কৃত করে তারা একই অপরাধী।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতির সম্পর্ক স্থাপনে শেখ হাসিনা শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিশেষ করে ৭৫-এর হত্যাকাণ্ড ও ২১ আগস্টের হত্যাকাণ্ড দলগুলোর মধ্যে দেয়াল সৃষ্টি করেছে। তারপরও শেখ হাসিনা চেয়েছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক ভালো থাকুক। এটা চেয়েই তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন গণভবনে আসার জন্য। সেদিন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কী অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছেন, তা আপনারা দেখেছেন এবং শুনেছেন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে আইভি রহমানের সমাধিতেশ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে আইভি রহমানের করবে ফুল দেয়া হয়। এরপর আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।