শিক্ষা ডেস্কঃ আগামী বছর ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
দীপু মনি বলেন, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী হবে। এছাড়া আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে।
তবে এ বছরের জেএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
এর আগে, গত ১ মার্চ চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২২ আগস্ট হবে বলে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।