ইসরায়েলে ছোড়া ১৮০টি ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। বুধবার (২ অক্টোবর) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ অধিদপ্তর থেকে এমন দাবি করা হয়। খবর-পার্স টুডের।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুটি বিবৃতি দিয়েছে আইআরজিসি। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি স্থাপনা রক্ষায় সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সত্ত্বেও ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইহুদি কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়ে।
এদিকে মঙ্গলবারের এই হামলার জবাব দিলে ইরানের পরবর্তী আঘাত আরও মারাত্মক, ধ্বংসাত্মক ও অনুশোচনা সৃষ্টিকারী হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা নেয় তারা।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানেই বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য শোধ করতে হবে। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহল থেকেও একই কথা শোনা যাচ্ছে। তারা বলছেন, নেতানিয়াহু নির্দেশনা দিলেই পাল্টা হামলা চালানো হবে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৮ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি